Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’
বিস্তারিত

নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘জনশুমারি ও গৃহগণনা ২০২১’ এর লিস্টিং অপারেশন এবং মূল শুমারির গণনাকার্যক্রমে ‘তালিকাকারী/গণনাকারী ও সুপারভাইজার’ পদে নিয়োগের প্যানেল গঠনের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে শুধুমাত্র নোয়াখালী জেলায় স্থায়ীভাবে বসবাসকারী বেকার যুব/যুব মহিলা এবং ছাত্র/ছাত্রীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।

ক্র:

নং

পদের নাম

প্রাপ্য ভাতাদি (টাকা)

প্রার্থীর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা

০১)

সুপারভাইজার

প্রশিক্ষণ: ৪০০/-(প্রতিদিন)

পারিতোষিক:৮৫০০/-

(ভ্যাট ও ট্যাক্সসহ)

১) নূন্যতম  স্নাতক পাস হতে হবে।

২) নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে এবং চালনায় দক্ষ হতে হবে।

৩) স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৬.০ বা তদুর্দ্ধ  হতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে নূ্ন্যতম ৫.০(পাঁচ) ইঞ্চি হতে হবে।

৪) ০১/০২/২০২০ তারিখে বয়স ২০-৩৫ বৎসরের মধ্যে হতে হবে।

৫) সহজে বোধগম্য হাতের লেখার অধিকারী হতে হবে।

৬) পূর্ববর্তী কোন শুমারিতে সুপারভাইজার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

০২)

তালিকাকারী/ গণনাকারী

প্রশিক্ষণ: ৪০০/- প্রতিদিন।

পারিতোষিক:৮০০০/

(ভ্যাট ও ট্যাক্সসহ)

১) নূন্যতম এইচএসসি/সমমানের পাস হতে হবে।

২) নিজস্ব স্মার্ট ফোন থাকতে হবে এবং চালনায় দক্ষ হতে হবে।

৩) স্মার্টফোনের এন্ড্রয়েড ভার্সন ৬.০ বা তদুর্দ্ধ হতে হবে। স্মার্টফোনের ডিসপ্লে নূ্ন্যতম ৫.০ (পাঁচ) ইঞ্চি হতে হবে।

৪) ০১/০২/২০২০ তারিখে বয়স ১৮-৩৫ বৎসরের মধ্যে হতে হবে।

৫) সহজে বোধগম্য হাতের লেখার অধিকারী হতে হবে।

৬) পূর্ববর্তী কোন শুমারিতে গণনাকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

 

বি:দ্র: উল্লিখিত হার প্রকল্পের বর্তমান ডিপিপি’ র বর্ণনা মোতাবেক। তবে ডিপিপি সংশোধিত হলে, জাতীয় স্বার্থে প্রয়োজন দেখা দিলে কিংবা নতুন বিধিমালা জারি বা এধরনের ক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে উক্ত হার পরিবর্তিত হতে পারে।

শর্তাবলী:

১)  লিস্টিং  অপারেশন (ফেব্রুয়ারি/২০২০) কার্যক্রমে প্রতি তালিকাকরী ১০(দশ) দিনে মোট ৪০০ (কম/বেশী) খানার তালিকা করবেন, মূল শুমারিতে (২-৮ জানুয়ারি-২০২১) প্রতি গণনাকারী ০৭ (সাত) দিনে মোট ১৫০ (কম/বেশী) খানার তথ্য সংগ্রহ করতে হবে।

২)  লিস্টিং অপারেশনে মোবাইল অ্যাপস ব্যবহারপূর্বক তথ্য সংগ্রহ করতে হবে।

৩) অন্য কোন পেশায় (যেমন: কিন্ডার গার্টেনের শিক্ষক/ ইউনিয়ন বা ওয়ার্ড সচিব ইত্যাদি) নিয়োজিত কেউ আবেদন করতে পারবেন না। পরবর্তীতে এরকম প্রমাণ পেলে তৎক্ষণাৎ নিয়োগ কমিটি তাদেরকে বাদ দেয়ার ক্ষমতা রাখেন।

৪) প্রয়োজনে নিজের গ্রাম/মহল্লা/ওয়ার্ড ব্যতিরেকে অন্য গ্রাম/ওয়ার্ড/মহল্লায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

৫) সকল পদের আবেদন ফরম আগামী ১৬/০১/২০২০ তারিখের মধ্যে স্ব-স্ব উপজেলায় উপজেলা পরিসংখ্যান কার্যালয়ে এ নির্ধারিত বক্সে সরাসরি অথবা বাহক মারফত অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌছাতে হবে।

৬) প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহনের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবেনা।

৭)  মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

৮) খামের উপরে পদের নাম লিখে জমা দিতে হবে।

অন্যান্য তথ্যাবলী:

১) জেলা/উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আবেদনের নির্ধারিত ফরম সংগ্রহপূর্বক স্বহস্তে পূরণ করে আবেদন করতে হবে। এছাড়া আবেদনের নির্ধারিত ফরম  উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহ থেকেও সংগ্রহ করা যাবে।

২) নিয়োগের অন্যান্য শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে মহিলা প্রার্থীগন কে অগ্রাধিকার প্রদান করা হবে।

৩) লিস্টিং অপারেশনে নিয়োজিত কর্মীগণের কার্যক্রম সন্তোষজনক হলে তারা মূল শুমারিতেও গণনাকারী ও সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন।

৪) আগামী ২০/০১/২০২০ তারিখ হতে ২৫/০১/২০২০ খ্রি. তারিখ পর্যন্ত  সংশ্লিষ্ট উপজেলা পরিসংখ্যান কার্যালয়সমূহে  মৌখিক পরীক্ষা নেয়া হবে।

৫)  লিস্টিং অপারেশনের জন্য চুড়ান্ত প্রার্থীদের তালিকা স্ব-স্ব উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এর ওয়েবসাইট/নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

৬) নির্বাচিত প্রার্থী প্রশিক্ষণে অনুপস্থিত থাকলে তিনি কাজ করতে আগ্রহী নন বলে গণ্য হবেন এবং তার নিয়োগ তাৎক্ষনিক বাতিল বলে গণ্য হবে।

৭) নিয়োগ সংক্রান্ত বিষয়ে এতদউদ্দেশ্যে গঠিত নিয়োগ কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

 

 

 

 

মো: মাহবুব আলম

উপজেলা নির্বাহী অফিসার

সভাপতি

উপজেলা শুমারী/জরিপ সংক্রান্ত স্থায়ী কমিটি

বেগমগঞ্জ, নোয়াখালী।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/01/2020
আর্কাইভ তারিখ
31/01/2020